Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ
গুইমারায় নব নির্বাচিত ইউপি মেম্বারদের শপথ গ্রহণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,গুইমারা,খাগড়াছড়ি :খাগড়াছড়ি গুইমারা উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের নবনির্বাচিত , সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে তিনটি ইউনিয়নের ৯ জন সংরক্ষিত আসনের নারী সদস্য এবং ২৭ জন সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী তুষার আহমেদ ৩ ইউনিয়নের নবনির্বাচিত ২৭ জন সাধারণ সদস্য (পুরুষ) এবং ৯ জন সংরক্ষিত (মহিলা) সদস্যদের শপথ পাঠ করান।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বাবু মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ও চাইথোয়াই চৌধুরী উপস্থিত ছিলেন।