গুইমারাতে নতুন ভোটার রেজিষ্ট্রেশনে উৎসবের আমেজ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উৎসবের আমেজে নতুন ভোটার রেজিষ্ট্রেশনের কাজ চলছে। ২০ জানুয়ারী থেকে নতুন ভোটার নিবন্ধন শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী শেষ হয়। নিবন্ধনকৃতদের রেজিষ্ট্রেশন ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে।
গুইমারা উপজেলার ৩টি ইউনিয়ন সিন্দুকছড়ি, হাফছড়ি, গুইমারাতে ১৩ থেকে ১৭ ফ্রেব্রুয়ারী রেজিষ্ট্রেশনের কাজ শেষ হবে।
১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে হাফছড়ি ইউনিয়ন পরিষদে ভোটার রেজিষ্ট্রেশন কাজ শুরু হলে উৎসবের আমেজে নতুন ভোটাররা রেজিষ্ট্রেশনের জন্য দীর্ঘ লাইন ধরে আছে। নতুন ভোটার রেজিষ্ট্রেশনে অংশ নেওয়া তরুন তরুনীরা বেশ উৎফুল্লতার সহিত তাদের রেজিষ্ট্রেশন কাজ শেষ করতে দেখা গেছে।
গুইমারা উপজেলায় ১৯৮০ জন নতুন ভোটার নিবন্ধন করেছেনে বলে জানিয়েছেন গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র দাস। তিনি জানান, গুইমারা ইউনিয়নে ৭২৮ জন, হাফছড়িতে ৮৮৬ জন সিন্দুকছড়িতে ৩৬৬ জন এবং অপেক্ষমান ৩২৬ জন। নিবন্ধনকৃত ১৯৮০ জনের মধ্যে পুরুষ ৮০৯ জন নারী ১১৭১ জন ভোটার হবে।