গাছবান উচ্চ বিদ্যালয়ে আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : জেলার গাছবান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তঃবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গাছবান উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি পরিমল ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় গাছবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধনেশ্বর ত্রিপুরা’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান।
আলোচনা সভায় অতিথিরা বলেন,আমরা শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে।
ভালো ফলাফলের জন্য এসএসসি শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে অতিথিরা বলেন, ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেন ফলাফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করার অনুরোধ জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য বেনুকা ত্রিপুরা, গঙ্গা দেবী চাকমা, পুর্ণ ভুষণ ত্রিপুরা, শ্যামল কান্তি ত্রিপুরা, মংসানু মারমা, অর্জন চাকমা ও সতীশ ত্রিপুরা প্রমূখ।