গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,কাপ্তাই ,রাঙামাটি :
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকালে সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতনসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মংবাথোয়াই মারমা।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল। সমাবেশে বিভিন্ন গ্রাম থেকে আসা নারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।