Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গণতান্ত্রিক যুব ফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
” অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুব শক্তি পূর্ণ স্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল “স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

৫ এপ্রিল ২০২৫, শনিবার দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা।

আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

 

২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলে, বর্তমান সময়ে জাতিয় অস্তিত্ব সংকটে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে সমস্ত সামাজিক অবক্ষয় প্রতিরোধ করতে হবে। সন্তুু ও মুখোশ সংস্কারদের কথায় বিভ্রান্ত না হয়ে যুব সমাজকে বাস্তব সত্যকে জানতে হবে। কেন আজকে পার্বত্য চট্টগ্রামে এই সমস্যা। কারা আজকের এই সংঘাতের জন্য দায়ি। পাহাড়ে ভুমি বেদখল হচ্ছে , যে কোন উপায়ে আমাদের ভুমিকে রক্ষা করতে হবে। যুবকরাই জাতির কান্ডারি জাতির ভবিষ্যৎ। অধিকার আদায়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

 

অন্যান্যদের মধ্যে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, ইউপিডিএফ পানছড়ি সমন্বয়ক আইচ্যুক ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মানেক পুদি চাকমা,পিসিপি-র খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক তৃষনাঙ্কর চাকমা, ইউপিডিএফ স্থানীয় সংগঠক নিরব ত্রিপুরা , জেলা যুব ফোরামের সহ-সাধারণ সম্পাদক পীংকু চাকমা, নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিনীতা চাকমা প্রমুখ সহ বিভিন্ন এলাকা থেকে আড়াই শতাদিক যুবক অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button