Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খালেদা জিয়া’র মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে রামগড়ে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি) : স্বৈরশাসক আওয়ামী লীগের বিদায় না হলে বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা সম্ভব হবে না। তাই এই সরকারকে বিদায়ে কেন্দ্রীয় বিএনপির প্রতি একদফা আন্দোলন কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছে রামগড় উপজেলা বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) রামগড়ে আয়োজিত বিএনপির বিক্ষোভ-সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেল ৩ টার দিকে রামগড়-খাগড়াছড়ি মূল সড়কের হাইস্কুল সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিলটি বের করে দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজায়েত আলী সুজা, রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।

Related Articles

Back to top button