খাগড়াছড়ি-২৯৮ : নৌকার জয়ে জামানত ‘খোয়াবেন’ তিন প্রার্থী
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
২৯৮ নং খাগড়াছড়ি আসনে চার প্রার্থী প্রতিদ্ধিতা করলেও জামানত খোয়াবেন তিন প্রার্থী। এই আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বিপুল ব্যবধানে তৃতীয় বারের মত হেট্রিক জয় পেয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী লাঙল, সোনালী আঁশ ও আম প্রতীকের প্রার্থীরা তাদের জামানত হারাবেন।
৭ জানুয়ারী ২০২৪ রবিবার রাত ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদ্দুজ্জামান।
রিটার্নিং কর্মকর্তা জানান, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আ.লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতিকে পেয়েছেন ২২০৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী জাতীয় পার্টির মিথিলা রোয়াজা লাঙ্গল পেয়েছেন ১০৯৩৮ ভোট। তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা সেনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৯৫২৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মোস্তফা আম প্রতিকে পেয়েছে ৮৪৫৬ ভোট।
খাগড়াছড়ি ১টি আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। এর মধ্যে ২ লাখ ৪৯ হাজার ৭৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে ভোট প্রধানের হার ৪৯.৯৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় ওই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করা হয়। খাগড়াছড়ির রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঘোষিত ফলাফল বিশ্লেষনে এমন তথ্য জানা গেছে।
তাছাড়াও , খাগড়াছড়ি সংসদীয় আসনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে কোন ভোটও পড়েনি। ৫টি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৮টি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের মধ্যে ১১টিতে কোন ভোট পড়েনি এবং একই উপজেলার দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র একটি। পানছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেন। দীঘিনালা উপজেলায় ৩টি কেন্দ্রে শূন্য গেছে। একই উপজেলার আরো ৫টি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৮টি। লক্ষ্মীছড়ি উপজেলার ১২ কেন্দ্রের মধ্যে ৫টিতেই ভোট পড়েনি। এরমধ্যে বর্মাছড়ি ইউনিয়নের ৪টি ও সদর ইউনিয়নের ১টি। শূন্য ভোট কেন্দ্রগুলো হচ্ছে, পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দীঘিনালার কেন্দ্রগুলো হলো, নূনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রমনি কার্বারী পাড়া, জারলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীরেন্দ্র হেডম্যান পাড়া, ২ নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলায় ৫টি কেন্দ্রে কোন ভোট পড়েনি। এদিকে পানছড়ি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৪ যুবকের ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।