খাগড়াছড়ি ২৯৮ আসন ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের বৈধতা ও ২ জনের বাতিল ঘোষণা
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি একটি আসনে (২৯৮ ) প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ৭ জনের মধ্যে ৫ জনের প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার প্রার্থীর সমর্থনে সাধারণ ভোটারের দেয়া তথ্যে সত্যতা না পাওয়ায় এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবীবুর রহমানের কর সনদ না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জাকের পার্টির প্রার্থী মো. হোসেন, তৃণমূল বিএনপির উশেপ্রু মারমা ও ন্যাশনাল পিপলসের মো. মোস্তফা। স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা বাতিলের বিষয়ে আপীল করবেন বলে জানান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা।