Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই বিতরণ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে ত্রিপুরা জনগোষ্ঠীর একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে ১৪৩ টি পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

 

২৭ফেব্রুয়ারি ২০২৩ সোমবার সকালে সেনা জোন মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, মেজর মোঃ শামীম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সদর উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা, প্রিন্ট ও ইলেক্টট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- বাংলাদেশ সেনাবাহিনী সব সবসময় পাহাড়ে বসবাসরত মানুষের পাশে থেকে তাদের সেবা প্রদান ও যে কোন বিপদে পাশে দাড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্যাঞ্চালে বসবাসরত সকল সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরনের অনুদান মূলক কর্মসূচী জোন কর্তৃক ভবিষ্যতে অব্যাহত রাখবে।

বই প্রাপ্ত হয়ে উপকৃত ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগীতা প্রদান অব্যাহত রাখার অনুরোধ করেন।

Related Articles

Back to top button