Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, স্টাফ রির্পোটার, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন ।

১৩ নভেম্বর ২০২১ শনিবার খাগড়াছড়ি সেনা জোন পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর লোকজন সেবা গ্রহন করেন।

এ সময় খাগড়াছড়ি সদর সেনা জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক সহ সেনা মেডিক্যাল টিম সেবা প্রদানে অংশ গ্রহন করেন।

খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল তৌফিকুল বারী জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য অঞ্চলের দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও সেবা প্রদানের জন্য অনুরোধ জানান।

Related Articles

Back to top button