খাগড়াছড়ি – সাজেক সড়ক দূর্ঘটনায় নিহত ১
চেঙ্গী দর্পন প্রতিবেদক,বাঘাইছড়ি , রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক-মাচালং সড়কের আট মাইল এলাকায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
৪ মার্চ ২০২২ শুক্রবার সকাল ৯ ঘটিকায় দিকে সড়কের কাজে নিয়োজিত ট্রাক-চট্রমেট্রো -(ট ১১৯৮১১) সাজেক থেকে ফেরার পথে মোটর সাইকেলটি খাগড়াছড়ি (হ-১১৩৫৩৬) এর মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনা স্থলে মোটর সাইকেল চালক ধন মুনি চাকমা (৩০) নিহত হয়। নিহত ধনমুনি চাকমা সাজেকের ৬ নং ওয়ার্ডের ব্রীজ পাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করে।
স্থানীয়রা জানান গত কিছু দিন যাবৎ হঠাৎ খাগড়াছড়ি – সাজেক সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ছোট বড় ৪ টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন পর্যটক আহত হয়েছেন। এজন্য পর্যটক বাহী যানবাহনের বেপরোয়া গতিকেই দায়ী করেন এলাকাবাসী।
সেনাবাহিনীর পক্ষ থেকে সড়কের বিভিন্ন মোড়ে দুর্ঘটনা রুধে দিক নির্দেশক সাইনবোর্ড টাঙানো হলেও তা কোন কাজে আসছেনা বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাই খাগড়াছড়ি – সাজেক সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরধারী বাড়ানোর উপর জোর দেয়া জরুরী বলে মনে করেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নয়ন চাকমা।