Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়ি সংসদীয় আসনে হ্যাটট্রিক বিজয়ী নৌকা’র কুজেন্দ্র লাল ত্রিপুরা

ভোট শূন্য কেন্দ্র ১৯টি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

রোববার (৭জানুয়ারি) রাত ১০টায় জেলা প্রশাসককের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান।

 

এ নির্বাচনে খাগড়াছড়ির আসনে সর্বশেষ ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ২ লক্ষ ২০হাজার ৮ শ ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তারঁ নিকটতম মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯ শ ৩৮ভোট। উশ্যেপ্রু মারমা সোনালী আঁশ প্রতীকে ৯ হাজার ৫ শ ২৬ ভোট তৃতীয় হয়েছেন এবং মো. মোস্তফা আম প্রতীকে ৮ হাজার ৪ শ ৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

 

 

খাগড়াছড়ির সংসদীয় আসনে ১৯৬ টি ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রসমূহের ফলাফল ঘোষণা করা হয়। শতকরা ৪৯.৯৯% ভোট পড়েছে। কয়েকটি উপজেলায় এবার ভোট শূন্য ১৯টি কেন্দ্রে রয়েছে। মোট বৈধ ভোটের সংখ্যা ২,৪৯,৭১৬টি এবং বাতিলকৃত ভোট ৭,৮৫৮টি। সর্বমোট ব্যালট পেপার যোগে মোট প্রদত্ত ভোট ২,৫৭,৬৯৪টি।

 

খাগড়াছড়ি সংসদীয় আসনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে কোন ভোটও পড়েনি। এ ছাড়াও ৫টি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৮টি।

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের মধ্যে ১১টিতে কোন ভোট পড়েনি এবং একই উপজেলার দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র একটি। পানছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেন। দীঘিনালা উপজেলায় ৩টি কেন্দ্রে শূন্য গেছে। একই উপজেলার আরো ৫টি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৮টি। লক্ষ্মীছড়ি উপজেলার ১২ কেন্দ্রের মধ্যে ৫টিতে ভোট পড়েনি। এর মধ্যে বর্মাছড়ি ইউনিয়নের ৪টি ও সদর ইউনিয়নের ১টি। শূন্য ভোট কেন্দ্রগুলো হচ্ছে, পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীঘিনালার কেন্দ্রগুলো হলো, নূনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রমনি কার্বারী পাড়া, জারলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীরেন্দ্র হেডম্যান পাড়া, ২ নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলায় ৫টি কেন্দ্রে কোন ভোট পড়েনি। এদিকে পানছড়ি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৪ যুবকের ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ আসনে বিভিন্ন উপজেলার ভোটের ফলাফল সমূহ-
দীঘিনালা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ৪০,৭৪৫ ভোট,সোনালী আঁশ প্রতীক ৩৬০ ভোট,লাঙ্গল প্রতীক ১,৮৪৮ভোট এবং আম প্রতীক পেয়েছেন ৫৫৫ ভোট।

 

খাগড়াছড়ি সদর উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ৩৮,০৫৮ ভোট,সোনালী আঁশ প্রতীক ৩,০০১ভোট,লাঙ্গল প্রতীক ২,০৯০ভোট এবং আম প্রতীক পেয়েছেন ৬৯৬ভোট।

 

লক্ষীছড়ি উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ৯,২৮৯ ভোট,সোনালী আঁশ প্রতীক ৩০০ ভোট,লাঙ্গল প্রতীক ১৯৭ ভোট এবং আম প্রতীক পেয়েছেন ৭২ ভোট।

 

মানিকছড়ি উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২৭,২০১ ভোট,সোনালী আঁশ প্রতীক ৭২৫ ভোট,লাঙ্গল প্রতীক ১,২৮৬ভোট এবং আম প্রতীক পেয়েছেন ১,৪৯৬ভোট।

 

গুইমারা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২৭,২০১ ভোট,সোনালী আঁশ প্রতীক ৭২৫ভোট,লাঙ্গল প্রতীক ১,২৮৬ভোট এবং আম প্রতীক পেয়েছেন ১,৪৯৩ ভোট।

 

মাটিরাঙ্গা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ৪১,৬২২ভোট,সোনালী আঁশ প্রতীক ৬২৪ ভোট,লাঙ্গল প্রতীক ৩,০৩৫ ভোট এবং আম প্রতীক পেয়েছেন ৩,১৫০ভোট।

 

পানছড়ি উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ১২,৯ ৬০ ভোট,সোনালী আঁশ প্রতীক ২০৩ ভোট,লাঙ্গল প্রতীক ৫২৮ভোট এবং আম প্রতীক পেয়েছেন ১৩২ভোট।

 

রামগড় উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২৪,১৩১ভোট,সোনালী আঁশ প্রতীক ৫৭৩ ভোট,লাঙ্গল প্রতীক ৬৩৮ভোট এবং আম প্রতীক পেয়েছেন ১,৭৬৩ভোট।

 

উল্লেখ্য যে,খাগড়াছড়ি জেলায় ৯ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫লক্ষ ১৫হাজার ৪’শ ১৯টি। এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৯১হাজার ৩’শ ৯৪টি,দীঘিনালায় ৮৮হাহার ৩’শ ৭৭টি,লক্ষীছড়িতে ২১হাজার ১’শ ৮৫টি,মহালছড়িতে ৩৫হাজার ৯’শ ২৩টি,মানিকছড়িতে ৫৪হাজার ১’শ ৭৯টি,গুইমারায় ৩৪হাজার ৬’শ ৫২টি,মাটিরাঙ্গায় ৮৮হাজার ৭’শ ৬০টি,পানছড়িতে ৫৫হাজার ৯৭টি এবং রামগড় উপজেলায় ৪৫হাজা ৮’শ ৫২টি।

 

জেলায় ১৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১৯৬ জন এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ১হাজার ১’শ ১৬জন।

খাগড়াছড়ি জেলায় ৯ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৪ শ ১৯ টি। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৯১হাজার ৩ শ ৯৪ টি,দীঘিনালায় ৮৮হাহার ৩’শ ৭৭টি, লক্ষীছড়িতে ২১ হাজার ১’শ ৮৫টি,মহালছড়িতে ৩৫হাজার ৯’শ ২৩টি,মানিকছড়িতে ৫৪হাজার ১’শ ৭৯টি,গুইমারায় ৩৪হাজার ৬’শ ৫২টি,মাটিরাঙ্গায় ৮৮হাজার ৭’শ ৬০টি,পানছড়িতে ৫৫হাজার ৯৭টি এবং রামগড় উপজেলায় ৪৫হাজার ৮’শ ৫২টি।

Related Articles

Back to top button