Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি : যার যার অবস্থান থেকে সমাজের জন্য ভালো কিছু করা সকলের উচিৎ।গুজব পরিহার করে শান্তি,সম্প্রতি ও উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি।

রবিবার (২৮ আগষ্ট ) দুপুর ১২ টায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন সদরের হলরুমে অনুষ্ঠিত মাসিক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

এসময় জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান পিএসসি,জি, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেমং মারমা,মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ও মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলী,৪ নং তিনট্যাহরী ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা রক্ষা,সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।

Related Articles

Back to top button