খাগড়াছড়ির রামগড় পৌরসভার বাজেট ঘোষণা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় পৌরসভায় নতুন কোনো কর ছাড়াই পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২২ সোমবার পৌরসভা প্রাঙ্গনে ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩৯৩ টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম কামাল।
বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে সরকারী ও বিশেষ আয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা এরমধ্যে প্রান্তিক জের ৪ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা। পৌরসভার উন্নয়ন, বেতন সহ সব খাতে মোট আয়ের সব টাকা ব্যয় দেখানো হয়েছে।
বাজেট বক্তব্যে পৌর মেয়র জানান, ৩ কোটি ৪১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি একবছর আগে দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এ পর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৫০ লাখ টাকার বেশি। পাশাপাশি চলমান রয়েছে উন্নয়নমূলক কাজ। তবে পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান উপস্থিত ছিলেন । অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী কর্মর্কতা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত , রামগড় কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ, সাবেক সাংসদ একেএম আলীম উল্যাহ, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।