Uncategorized

খাগড়াছড়ির রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সহায়তায় রামগড় উপজেলার ক্যাম্প অগ্নিসংযোগ, লুটপাট নারীর সম্ভ্রমহানী সহ হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকে নৃশংস ভাবে হত্যা করে। ১৯৭১ সালে আজকের এই দিনে মুক্তিকামী বীর জনতা হানাদার বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে রামগড়কে শত্রু মুক্ত করে।

 

 

৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে বেলুন উডিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন । পরে বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রামগড় বাজার প্রদক্ষিণ করে বিজয় ভাষ্কার্যে গিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়।

 

 

 

৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে বেলুন উডিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন । পরে বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রামগড় বাজার প্রদক্ষিণ করে বিজয় ভাষ্কার্যে গিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়।

 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ওসি (তদন্ত) ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ১ নম্বর সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চল রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর। দীর্ঘ ৯ মাসের সংগ্রামী মুক্তিযুদ্ধের লড়াইয়ের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের পতনের পর ৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল-সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করেন।

Related Articles

Back to top button