Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির জার্মপ্লাজম থেকে দুইটি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রিচাং ঝর্ণা এলাকা সংলগ্ন জার্মপ্লাজম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সুত্র জানায় , একজন খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার পাবলাখালী ইউনিয়ন এর কৃপাপুর গ্রামের বাসিন্দা জ্ঞানময় চাকমা’র ছেলে প্রিতিময় চকমা ( ৪৬) অন্য জন খাগড়াছড়ি সদরস্থ মধুপুর পানখাইয়া পারার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আ‌লোপন চাকমা (৪৭)

স্থানীয় সুত্রে জানা যায়, ২৬ জুলাই ২০২৩ বুধবার ভোরে আশাপশের জুম চাষীরা জার্মপ্লাজমের ভেতরের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পাশাপাশি দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

Related Articles

Back to top button