খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে গুইমারা ইউনিয়নের ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহার এলাকায় অভিযান পরিচালনা করে দারাছ চন্দ্র চাকমা(২২)কে দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

শুত্রুবার (০১মার্চ) রাত প্রায় সাড়ে ৮টার দিকে গুইমারা থানার উপ-পরির্দশক (এসআই নিঃ) মো. আমিনুল ইসলাম ভূঞা’র সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন গুইমারা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর হইতে আসামী দারাজ চন্দ্র চাকমা(২২)-কে একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান ও ২(দুই) রাউন্ড কার্তুজসহ দারাজ চন্দ্র চাকমাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কান্তমনি চাকমা পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ,রাঙ্গা মনি চাকমা,র ছেলে। গুইমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে আসামী দারাজ চন্দ্র চাকমা(২২) কে তার দেহ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, ০২(দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button