Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়ির ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
সারাদেশের মতো খাগড়াছড়ির ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে বছরের প্রথমদিনই প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ করা হয়েছে। বছর শুরুর প্রথম সপ্তাহেই প্রতিদিন ৩টা করে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। বই বিতরণ উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বই বিতরণ উৎসবে শীতের সকালে প্রথমেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপর আলোচনা সভা ও পরে বই বিতরণ করা হয়।

 

 

বই বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারহানা আক্তার চৌধুরী। এ সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। খাগড়াছড়ির ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আসিফ উদ্দিন জানান, বছরের শুরু থেকেই নতুন বই পেয়ে তারা খুশি, এছাড়া বছর শুরুর দ্বিতীয় দিন (২ জানুয়ারী) থেকেই প্রতিদিন ৩টা করে নিয়মিত ক্লাস শুরু হওয়া আরো ভালো লাগছে।

 

চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের ছাত্রী আদ্রিতি চাকমা জানান, বছরের প্রথমদিনই আমরা কসকসে নতুন বই পেয়ে আমাদের অনেক আনন্দ লাগছে।স্কুল থেকে আমাদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়েছে।

 

এ বছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০ ছাত্রছাত্রী পাবে নতুন বই।
এদিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ হাজার ২৯১ জন শিশু এবারও পাবে মাতৃভাষার বই।

Related Articles

Back to top button