Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

খাগড়াছড়িতে ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চার উপজেলার ফলাফল

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের খাগড়াছড়ির ৪ উপজেলা নির্বাচনে ৩ উপজেলার বেসরকারি নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে এবং লক্ষীছড়ি উপজেলার দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।

 

বুধবার ( ০৮মে) রাত ৯টায় প্রথম ধাপে খাগড়াছড়ির ৪উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এসময় ৩উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান পদে (কৈ মাছ) প্রতীকে ১৯হাজার ২’শ ৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম ভূইয়া,ভাইস চেয়ারম্যান পদে (চশমা) প্রতীকে ১২হাজার ৯’শ৪১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলী হোসেন ও (ফুটবল) প্রতীকে ১৯হাজার ৩’শ ৮২ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা: আমেনা বেগম।

 

রামগড় উপজেলা থেকে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকে ১৩হাজার ৮’শ ৪৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা। ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে (চশমা)প্রতীকে ১০হাজার ৯’শ ৭১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (প্রজাপতি) প্রতীকে ১৮হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাছিমা আহসান নীলা।

 

মানিকছড়ি উপজেলা থেকে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকে ২২হাজার ৪’শ ৬৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন। ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে (মাইক) প্রতীকে ১০হাজার ২’শ ২৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চলাপ্রু মারমা নিলয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীকে ১৭হাজার ৬’শ ৯৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরজাহান আফরিন(লাকী)।

 

 

সর্বশেষ তথ্যানুযাযী ;লক্ষীছড়ি উপজেলার নির্বাচনে দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় ১৩টি কেন্দ্র থেকে ১১টি কেন্দ্রের মোট ফলাফলে সাথোয়াই অং মার্মা (আনারস) প্রতীকে ৬হাজার ১’শ ৭০ভোট পেয়ে এগিয়ে আছেন, সুপার জ্যোতি চাকমা (কৈ মাছ) দ্বিতীয় স্থানে এবং (হেলিকপ্টার) প্রতীকে ৬৩ভোট পেয়ে পেয়ে তৃতীয় স্থানে আছেন রতন বিকাশ চাকমা।

 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬হাজার ৭’শ ৩৭ভোট পেয়ে এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র চাকমা পেয়েছেন ৪হাজার ২’শ ৪৩ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৬হাজার ২’শ ২ভোট পেয়ে এগিয়ে আছেন অয়ক্রইপ্রু মারমা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনুচিং মারমা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৫হাজার ২’শ ২৩ভোট। এ উপজেলায় ভোট চলাকালীন সময়ে পাল্টাপাল্টি দুটি কেন্দ্র যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি বিদ্যালয় ও লেলাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে দখলের ঘটনায় এই দুটি কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন প্রশাসন।

 

এবারের খাগড়াছড়ির চার উপজেলায় প্রথম ধাপে চেয়ারম্যান পদে ১৩জন প্রার্থী অংশ নেন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪জন প্রার্থী নেন।

 

জানা যায়,এবার খাগড়াছড়ির চার উপজেলার মধ্যে লক্ষীছড়ি উপজেলা ভোটারের সংখ্যা ২১হাজার ৭’শ ২২জন,মানিকছড়ি উপজেলায় ৫৫হাহার ৭৪জন,মাটিরাঙ্গা উপজেলায় ৯০হাজার ৩’শ ৮২জন ও রামগড় উপজেলায় ৪৬হাজার ৭’শ ১৯জন। চার উপজেলায় মোট ২লক্ষ ১৩হাজার ৮’শ ৯৭জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১লক্ষ ৮হাজার ৬’শ ২৩টি এবং নারী ভোটারের সংখ্যা ১লক্ষ ৫হাজার ২’শ ৭৪টি।প্রথম ধাপে মাটিরাঙ্গা, রামগড়,লক্ষীছড়ি ও মানিকছড়ি এই চার উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে মাটিরাঙ্গায় ৩৬টি কেন্দ্র,রামগড়ে ২০টি,লক্ষীছড়িতে ১৩টি ও মানিকছড়িকে ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

Related Articles

Back to top button