Breakingখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে সেরা এ্যাথলেটদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির লক্ষীছড়িতে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং সেরা এ্যাথলেটদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 

২৪ জানুয়ারি ২০২৪ বুধবার বিকাল ৩ টায় লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী উপস্থিত ছিলেন ।

জানা যায়,প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা থেকে সেরা ৩০(ত্রিশ) জন এ্যাথলেটকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। মাস ব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করবেন দুল্যাতলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক (ক্রীড়া) রাজন বিকাশ চাকমা।

 

উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা’র ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক,একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার, খেলা পরিচালনা করেন হরিলাল চাকমা, রাজন বিকাশ চাকমা,নাহিয়ান আকন্দ অংক্যজাই মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button