Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে ৮শ ৭১ জনের শপথ গ্রহণ উপলক্ষে কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি :
নাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

 

 

বুধবার সকাল ৯ টায় খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট (নবীন )ব্যাচ ২০২৩ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

 

 

এসময় তিনি দেশ মাতৃকার যে কোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।

 

বিক্রুট (নবীন) ব্যাচে ২০২৩ -য়ে ৮৭১ জন নবীন সদস্য ৯ মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন।

 

প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা নবীনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Related Articles

Back to top button