Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ
খাগড়াছড়িতে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের জন্য প্রেসক্লাবে দুইদিন ব্যাপী সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণের সম্পন্ন হয়েছে।
২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি)’র উপ-পরিচালক (চ.দা) জাকির হোসেন, দৈনিক অরণ্য বার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, পিবিআই’র সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।