খাগড়াছড়িতে শিক্ষকের নির্যাতনে শিশু ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলা সদরের ভূয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসা ও এতিম খানার শিক্ষকের নির্যাতনে শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
২৭ আগস্ট ২০২৩ রবিবার রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘাতক শিক্ষক নিজেই শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক মৃত্যুর সংবাদ নিচ্চিত করলে,মুহূর্তেই ঘাতক শিক্ষক জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার পিসি দেলোয়ার হোসেন ( অবঃ) এর ছেলে হাফেজ মোঃ আমিন হাসপাতাল থেকে পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান , শিশুটির শরীরের একাধিক স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান আবির (৮) পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের আইয়ুব নগর গ্রামের সরোয়ার হোসেন ও আমেনা বেগম দম্পতির সন্তান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন,মৃত্যু ছেলেটির আত্মীয়-স্বজন কারো পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা/অভিযোগ করতে কেউ আসেনি। তার পরেও অভিযুক্ত শিক্ষককে আটক করতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলছে।