Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে লীন প্রকল্প কার্যক্রমের সমাপ্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে লীন প্রকল্প’র উদ্যোগে নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং সম্পর্কিত শেয়ারিং এবং প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরস্থ হোটেল গাইরিং হল রুমে এ প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ) নাজমুন আরা সুলতানা।

 

জানা যায়,মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে মাল্টি ষ্টেক হোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রকল্পের কার্যক্রম এবং সচেতনতা মূলক বার্তাগুলো উপকারভোগীদের কাছে পৌঁছে দেয়া। তৃণমূল পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য এবং সরকারের গৃহীত পুষ্টি বিষয়ক সিদ্ধান্তগুলি উপকার ভোগীদের মাঝে পৌঁছে দেয়ার কার্যক্রম গুলো সম্পন্ন করে আসছে লিন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় মা ও শিশুদের পুষ্টির ঘাটতি রয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকা অপরিহার্য ভূমিকা পালন করে আসছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে প্রকল্পের কার্যক্রম প্রণয়ন এবং চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, ইউপি সদস্যদের সাথে পরামর্শ নিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করে আসছিলো এ প্রকল্পটি।

 

প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ ফারুক আবদুল্লাহ, জেলা যুব উন্নয় অধিদপ্তরের উপ-পরিচালক আফিজা আইরীন, জেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মোঃ আরিফ হোসেন,গেইন/ লিন -এর টেকনিক্যাল কো অর্ডিনেটর থ্যুইনুমং মারমা, জেলা কনসালটেন্ট সুনয়ন চাকমা, আইডিএফ/ লিন এর প্রজেক্ট ম্যানেজার ডরথি চাকমা, ইউনাইটেড পারপাস/ লিন-এর MNE স্পেশালিষ্ট শ্বাসতী চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button