খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বয়স্কদের স্নান করিয়ে ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে ত্রিপুরাদের বিসিকাতাল উদযাপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র উদ্যোগে বয়স্ক ব্যক্তিদের স্নান করিয়ে,ধুপবাতি দিয়ে প্রণাম জানিয়ে ও নতুন বস্ত্র বিতরণের মধ্য দিয়ে বিসিকাতাল উদযাপন করা হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়”।

রবিবার (১৪এপ্রিল) সকালে ত্রিপুরা সম্প্রদায়ের বিসিকাতাল উদযাপন উপলক্ষ্যে ঠাকুরছড়া নতুন বাজারস্থ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। মূলত এ দিনে নিজ নিজ ঘরে সন্তানরা বয়স্ক, মা-বাবাকে স্নান করিয়ে কাপড় দিয়ে আশীর্বাদ নেন। এবার গ্রামে গ্রামে বয়স্কদের নিয়ে এই ভিন্নধর্মী আয়োজন করেছে ঠাকুরছড়া  বৈসু উযাপন কমিটি ও এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানে বয়স্কদের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য গৌরী মালা ত্রিপুরা, ঠাকুর ছড়া বৈসু উদযাপন কমিটি’র সভাপতি শেফল্লু ত্রিপুরা,সাধারণ সম্পাদক রেভিলিয়াম রোয়াজা প্রমুখ অংশ নেন।

Related Articles

Back to top button