Breakingআন্তর্জাতিকখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮মে ২০২৩ সোমবার সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ ও শাপলা চত্বর দিয়ে জেলা অফিসার্স ক্লাবে শেষ হয়।

 

 

জেলা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সভাপতিত্বে বক্তারা বলেন, পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ও চেষ্টায় শান্তি ও মানবতার কল্যানে কাজ করতে এগিয়ে আসা এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেবা প্রতিষ্ঠানটির জন্মদাতা হলেন হেনরি ডুনান্ট। তাঁর পুরো নাম ও তার প্রকৃত উচ্চারণ হচ্ছে জঁ অঁরি দ্যুন (Jean Henri Dunant) সুইজারল্যান্ডের অধিবাসী কে আজকের দিনে সারা বিশ্ব স্মরণ করছে।

 

 

 আমরা সকল কাজই আন্তরিকভাবে করি, এই স্লোগানে সকল মানুষকে মানবতার দার উন্মোচন করে একে অন্যের পাশে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। মানবতার শক্তিতে বিশ্বাস করে রেড ক্রিসেন্ট সোসাইটির সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানটি ধর্ম- বর্ন, জাতি-গোষ্ঠী নির্বিশেষে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের কর্ম পরিধির কোন সীমানা বা প্রাচীর নেই বলে মন্তব্য করেন বক্তারা।

 

অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুল গণি মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যগন, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button