খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালত’র উদ্যোগে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ মে ২০২৪ , শনিবার সকালে জেলা দায়রা জজ কোর্টের কনফারেন্স হলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবদুল্লাহ আল মামুন -এর সভাপতিত্বে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পেন্ডিং সমন, ওয়ারেন্ট জারীর কার্যক্রম, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিত করণ ও সাক্ষীদের আদালতে আসা-যাওয়ার পথে নিরাপত্তা বিধান। অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে অসুবিধা দূরীকরণ, বিচারা ধীন কয়েদিদের জেলখানা হতে আদালতে সময় মত হাজির করা,আসামীর গ্রেফতারী পরোয়ানা, সাক্ষীদের সমন, গ্রেফতারী পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা ত্বরিৎভাবে জারি করা ও জারি রিপোর্ট প্রদান,আদালত প্রাঙ্গণে নিরাপত্তা,বিচারকদের ও অন্যান্য অফিসারদের নিরাপত্তা পদক্ষেপ, মালখানা থেকে সময়মত আলামত আদালতে উপস্থাপন করা সহ বিভিন্ন মামলার জটিলতা ও প্রকৃত অপরাধীদের শাস্তির বিষয়ে আলোকপাত করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম,জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আজিজুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন ,খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর মো. জাবির সোবহান মিয়াদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:ফরিদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।