খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে মহামঙ্গলসূত্র পাঠ মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খবং পড়িয়া দশবল বৌদ্ধ বিহারে বর্ণিল আয়োজনে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদাীপ দান, মহামঙ্গল সূত্র পাঠ মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার(১৯এপ্রিল) দিনব্যাপি দশবল বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্রজ্যোতি মহাস্থবির।

 

এ উপলক্ষ্যে মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা’র সঞ্চালনায় ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। ধর্মদেশনার পরপরেই বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান,সংঘ দান,অষ্টপরিকখার দান,হাজার প্রদাীপ দান, মঙ্গলসূত্র পাঠ ও মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত।

এ সময় দক্ষিণ খবং পড়িয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দপ্রিয় মহাস্থবির,বদানালা বিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী ভান্তে, রাঙ্গা পানি ছড়া বিহারের অধ্যক্ষ শাক্য প্রিয় স্থবির,কবিরাজ অংচিংনু মারমা,পৌর কমিশনার অতীশ চাকমা,নারান খাইয়া এলাকার কার্বারী জ্ঞান বিকাশ চাকমাসহ শত শত বৌদ্ধ ধর্মের দায়ক-দায়ীকারা অংশ নেন।

Related Articles

Back to top button