খাগড়াছড়িতে ফারিয়ার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : “অধিকার আদায়ে,আমরা সবাই একসাথে ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একযোগে খাগড়াছড়ি ফার্মাসিউটি ক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ( ফারিয়া) এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিলক বড়ুয়ার সভাপতিত্বে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল সংলগ্ন এই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগণকে কথায় কথায় চাকুরি ছাটাই বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি.এ/ডি.এ বৃদ্ধি করতে হবে। অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা করতে হবে ও চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ের দাবি এ মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন।
সমাবেশে খাগড়াছড়ি ফারিয়ার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ সহ ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।