খাগড়াছড়িতে নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
বাংলাদেশের কম্পন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল(সিএজি) কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগ) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২মে ২০২৪ ,রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অচিন্ত্য কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ দিবস উপলক্ষে অতিথিরা বলেন,প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সিএজি তিন দিনের ‘বিশেষ সেবা কার্যক্রম’ গ্রহণ করেছে। অডিট অধিদপ্তর সমূহে অডিট বিষয়ক সেবা এবং দেশব্যাপী সকল হিসাব রক্ষণ কার্যালয়ে বেতন-ভাতা, পেনশন, জিপিএফ সহ অন্যান্য সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
এছাড়াও সুশাসনের জন্য নিরীক্ষা,সুশাসন প্রতিষ্ঠায় অডিটকে সহযোগিতা করুন; আমাদের হোক অঙ্গীকার সরকারি অর্থের সঠিক ব্যবহার; সেবা পাওয়া আপনার অধিকার, সেবা দেওয়া আমাদের দায়িত্বসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন সিএজির নিয়ন্ত্রণাধীন কার্যালয়ে শোভা পাচ্ছে।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সিভিল সার্জন ডা. মো. ছাবের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম,খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাবির সোবহান মিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন,খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অচিন্ত্য কুমার সিংহ সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।