খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে নারী উদ্যোক্তাদের উদ্যোগে উই হাটবাজার ও ইফতার পার্টি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আয়োজন করা হয় উই হাটবাজার ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৩মার্চ) সকাল থেকে হাটবাজার অনুষ্ঠিত হয়। এতে নারী উদ্যোক্তারা তাদের দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করা হয়। বিকালের ইফতার পার্টির অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় এ উপলক্ষ্যে কেক কাটা হয়। কেক কাটার পরপরেই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে হাসু আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী কুহেলি ত্রিপুরা।

এদিন উই হাটবাজারে নারী উদ্যোক্তারা সাজিয়ে বসেছেন বিভিন্ন ধরনের ধরনের অর্গানিক মসলা, কুশি পণ্য,নানান ধরনের পিঠা,মমো, হ্যান্ডপেইন্ড শাড়ি, বাটিকস এর কাপড়,হ্যান্ডপেইন্ট পান্জাবি, হোমমেইড কেক, দেশীয় জুয়েলারি পণ্য।

 

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন,এই ফ্লাটফমের কারণে হাজারো নারীরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। অনেক নারী নিজের পরিচিতি গড়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং হচ্ছে। এতো বড় একটা নারীদের প্লাটফর্ম প্রতিষ্ঠাতার জন্য নাসিমা আক্তার নিশা-কে ধন্যবাদ জ্ঞাপন করেন নারী উদ্যোক্তারা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুইচিং মারমা, সার্বিক ব্যবস্থাপনায় মোঃ সজীব রানা জনি প্রমূখ। এছাড়াও অন্যান্য নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button