খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে ।
১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও ৯ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধ দিবস কর্ম বিরতি পালন করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে অবস্থান নিয়ে দিঘীনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো:আব্দুস সালাম বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র দুইজন দিয়ে কাজ চালাচ্ছে। প্রায় একই অবস্থা জেলার অন্য ৮টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
মাটিরাঙ্গা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মো:ইশতিয়াক আহম্মেদ বলেন, ‘অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদোন্নতি পেয়ে উঁচু পদে যেতে পারেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এই সুযোগ নেই। তাঁদের দপ্তরে যাঁরা অফিস সহকারী কিংবা পিআইও পদে ঢুকছেন, ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না।’
পানছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,রাকিবুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা- উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদ নাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ করা এটা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের দাবী।