খাগড়াছড়িতে তিন কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম প্রেরন; অর্ধেক কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম সহ ব্যালট
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি আসনের ১৯৬টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। স্ব-স্ব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে ভোট বাক্স, ভোটে ব্যবহৃত সরঞ্জামাদী, নির্বাচনী কর্মকর্তা, আনসার-ভিডিপি সদস্য ও পুলিশ সদস্য। কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা সব কিছু বুঝে নিচ্ছেন।
এ ছাড়া জেলার ৩টি দূর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচন সরঞ্জাম ছাড়াও নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে। গতকাল দুপুরের পর জেলার লক্ষীছড়ির দুটি কেন্দ্রে হেলিকপ্টারে এসব পাঠানো হলেও ঘন কুয়াশার কারণে দীঘিনালার নারাইছড়ি কেন্দ্রে পাঠানো সম্ভব হয়নি।
শনিবার দুপুরের পর হেলিকপ্টারে পাঠানো হতে পারে। জেলার ৩টি দূর্গম কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৫শ ৩৮ জন।
এদিকে রিটার্নিং কর্মকর্তা মো: সহিদুজ্জামান জানান, দূর্গমতা ও নিরাপত্তাজনিত কারনে ৯৮টি ভোট কেন্দ্রে আজকের মধ্যেই ব্যালট পেপার পাঠানো হচ্ছে। কাছাকাছি কেন্দ্র গুলোতে ভোটের দিন ভোরে ব্যালট পাঠানো হবে।