Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে বিদেশী সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়িতে আনুমানিক ২ হাজার ৬ শ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করেছে জেলা ডিবি পুলিশ।

 

৩০ আগষ্ট ২০২৩ ,বুধবার দুপুরে খাগড়াছড়ি শহরের পূর্ব শান্তি নগরের মাস্টার সাধনের বাড়ি থেকে এসব সিগারেট জব্দ করা হয়। এ সময় ২ জনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, দীঘিনালার থানা পাড়ার হরেন্দ্র লাল দেবের ছেলে সরন দেব ও জেলা সদরের উত্তর গঞ্জ পাড়ার ফুল মিয়ার ছেলে মো. রাজু।

 

একই দিন বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, অবৈধ পথে ভারত থেকে খাগড়াছড়ির পানছড়ি দিয়ে সিগারেটের কার্টুন গুলো আনা হয়। চক্রটি দেশের বিভিন্ন প্রান্তে এ সব সিগারেট বিক্রি করত। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৬৪ লক্ষ ৪৮ হাজার টাকা হতে পারে । আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ চক্রের অন্য সদস্যদের ধরারও অভিযান অব্যাহত আছে ।

 

Related Articles

Back to top button