খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে চোরাই যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

চোর-চক্রের মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে চুরিকৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধারচোর চক্রের মূলহোতা গ্রেফতার, চোরাই ল্যাপটপ- মোবাইল দ্রুত সময়ের মধ্যে উদ্ধার ও চোরচক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

১ এপ্রিল ২০২৪, সোমবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

 

ব্রিফিংকালে তিনি জানান, গত ৩০মার্চ রাতের খাবার খেয়ে যার যার ঘুমিয়ে পড়েন। এমন সময় সুকৌশলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ল্যাপট ও ৪টি এন্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে ১ এপ্রিল ভুক্তভোগী রুমি চাকমা বাদী হয়ে অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি চুরির ঘটনার মামলা রুজু করা হয়। মামলার তদন্তের প্রারম্ভে আধুনিক তদন্ত কৌশল, তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে খাগড়াছড়ি সদর থানার একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়। পরে ৬ ঘন্টায় বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোর রাতে খাগড়াছড়ি থানার ৩নং পৌর ওয়ার্ডের মুসলিম পাড়ার বঙ্গবন্ধু চত্বর থেকে ল্যাপটপ ও মোবাইল সহ মোঃ সাব্বির মিয়া (১৮)-কে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী এ ঘটনার দায় স্বীকার করেছেন। মামলার তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছেন। আসামীকে কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

এ ঘটনায় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি সদর থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চোরাইকৃত মালামাল সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে চোরাই মালামাল উদ্ধার সহ আসামী গ্রেফতার ও আসামীকে আইনের আওতায় আনতে পেরে খাগড়াছড়ি জেলা পুলিশ স্বস্তিবোধ করছে। ভবিষ্যতে এমন যে কোন অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Back to top button