Breakingঅপরাধখাগড়াছড়িসারাদেশ

খাগড়াছড়িতে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা । শুক্রবার দুপুর ২টায় সাপমারা ব্রিজের নিচ থেকে মুখে ক্রস টেপ দিয়ে আঠকানো ও পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্বার করে পুলিশ।

নুর মোহাম্মদ টিপুর স্ত্রী জোহরা আক্তার জানান,শুক্রবার ভোর ৪টার মাটিরাঙ্গা পৌর এলাকার ১০ নং মুসলিম পুর গ্রামের বাসা থেকে তিনজন অপরিচিত যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরী চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে করে তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় শেষে ফিরে না আসায় মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর ২টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের পাশে সাপমারা ব্রিজের নিচ থেকে নুর মোহাম্মদ টিপুর লাশ উদ্বার করে। লাশের পা বাঁধা ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। হত্যাকান্ডের কারন খোঁজছে পুলিশ।

Related Articles

Back to top button