অপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
খাগড়াছড়িতে ইয়াবা ও হেরোইন সহ মহিলা আটক
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে হেরোইন ও ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার মাস্টারপাড়াস্থ গোডাউন টিলায় আরমান মিয়ার বসতবাড়ি থেকে সুমি বেগম (৩০) নামে ওই মহিলাকে ১০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিচ ইয়াবা সহ আটক করে পুলিশ। এসময় তার স্বামী হেলাল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, এর আগে আটককৃত সুমি বেগমের নামে ২টি ও তার স্বামী হেলাল হোসেনের নামে ৬টি মাদক মামলা রয়েছে। তার স্বামী-স্ত্রী দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিলো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, ওই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে এবং আটককৃত মহিলাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার স্বামীকেও আটকের চেস্টা চলছে।