Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে বৃদ্ধ দম্পত্তিকে নতুন ঘর উপহার

 স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
ভূমিহীন ও গৃহহীন বৃদ্ধ দম্পতি বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে নতুন বাড়ি উপহার দিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।

 

১৩ ফেব্রুয়ারি ২০২৫ ,বৃহস্পতিবার খাগড়াছড়ি রিজিয়নের অর্থায়নে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি ঘর ও ডেউটিন সহ এই বৃদ্ধ দম্পতি-কে উপহার হিসেবে হস্তান্তর করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম।

 

বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়ে গত ২৭ জানুয়ারি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম সহ খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের বেলতলী খামার পাড়ায় ভূমিহীন ও ঝুপড়ি ঘরে বসবাস করা অসহায় বৃদ্ধ দম্পতি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরার বাড়ি পরিদর্শনে যান। পরিদর্শন কালে রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি বরেন্দ্র লাল ত্রিপুরাকে একটি টিনের ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

মাত্র এক সপ্তাহের মধ্যে বরেন্দ্র লাল ত্রিপুরার জমি জমা সংক্রান্ত সকল প্রকার জটিলতা সমাধান করেন খাগড়াছড়ি জোন কমান্ডার। জমি জমা জটিলতা সংক্রান্ত সমাধানের পরপরেই জোনের সার্বিক তত্বাবধানে রান্না ঘর,ওয়াশরুম সহ একটি বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে অসহায় বৃদ্ধ দম্পতিকে নতুন ঘর উপহার হিসেবে হস্থান্তর করা হয়।

 

একইদিন চেলাছড়াপাড়া এলাকার বিধবা অসহায় মহিলা সাবানা ত্রিপুরা-কে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

 

নতুন ঘর উপহার হস্তান্তরকালে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম,বলেন রিজিয়ন ও জোন কর্তৃক এই ধরনের মানিবক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করে যাবো। এ জেলার সকল সম্প্রদায়ের মানুষের উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

 

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই(ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ মাজহারুল ইসলাম, কার্বারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button