Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে শীতের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। খাগড়াছড়িতে এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

৪ জানুয়ারি ২০২৫ ,শনিবার সকালে কমলছড়ি এলাকায় অস্বচ্ছল পরিবার,ব্যাপ্টিষ্ট চার্চ, এতিম খানা, মাদ্রাসা ও অনাথ আশ্রমের প্রতিনিধিদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে অর্ধ-শতাধিক শীতবস্ত্র হিসেবে শীতের কম্বল বিতরণ করেন অত্র পরিষদের বঙ্গমিত্র চাকমা।

 

শীত প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। এরই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি থেকে খাগড়াছড়িতে অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে জড়িয়ে দিচ্ছে শীতের কম্বল। পর্যায়ক্রমে অঞ্চল ভেদে পুরো শীতেই কম্বল বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান বঙ্গমিত্র চাকমা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button