খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, নিখোঁজ ১
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
পাহাড়ের আঞ্চলিক সংগঠন সমুহের আধিপত্য বিস্তারে জেলার হালছড়িতে দুই ইউপিডিএফ সদস্যকে অপর আঞ্চলিক সংগঠন কর্তৃক গুলি করে হত্যা সহ ১ জন নিঁখোজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৪ জানুয়ারি ২০২৪, বুধবার সকাল ৬ টার দিকে মহালছড়ির দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
হামলায় উক্ত তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আর রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইউপিডিএফ এর মুখপাত্র নিরন চাকমা।
এই বিষয়ে মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুইজনের লাশ পাওয়া গেছে। পুলিশ এখনও ঘটনাস্থলে অবস্থান করতেছে। আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।