Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ১৩ ইটভাটায় অভিযান জরিমানা করেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ১৩ টি ইটভাটায় অভিযান  চালিয়েছে সদর উপজেলা প্রশাসন। এ সময় ৪টি ইটভাটাকে চার লাখ জরিমানা করা হয়েছে। একই সাথে পানি ছিটিয়ে নষ্ট করে দেয়া হয়েছে প্রস্তুতকৃত ইট ও সরঞ্জামাদি।

 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলায় মোট ১৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ১৭টি ইটভাটার মধ্য থেকে ১৩টি ইটভাটাকে মোট ১০ লাখ ৫০হাজার জরিমানা করা হয়।এরমধ্যে ২টি টিনের চিমনি ও ৪৫০ঘনফুট কাঠ জব্দ করা হয়। এছাড়া জরিমানাকৃত ইটভাটা গুলোতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইট সহ মাটি ও ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করে দেয়া হয়েছে।

 

২০জানুয়ারী ২০২৫, সোমবার দুপুরে সদর উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, সদর উপজেলার গঞ্জপাড়ায় ১টি,কমল ছড়িতে ২ টি ও ইটছড়ি এলাকার ১টি সহ চারটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়ে প্রতিটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান চলাকালীন বন বিভাগের সদর রেঞ্জার মো. মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button