Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে বঞ্চিত প্রার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে বঞ্চিত শিক্ষক প্রার্থীরা মানব বন্ধন করেন।

 

০৮ অক্টোবর রবিবার সকাল ১১ টায় পৌর শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে রিটন মনি ত্রিপুরা ও শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, তাদের লিখিত পরীক্ষা পাস করার পর ভাইবা পরীক্ষা খুব ভালো হয়েছে তারপরও তাদের চাকুরী হয়নি। তারা অভিযোগ করে বলেন যারা টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে। একইভাবে তারা অভিযোগ করেন নিয়োগ পরীক্ষার ঘোষণার পর বেশ কয়েকটি রোল নাম্বার প্রার্থী লিখিত পরীক্ষায় নাম না থাকলেও তারা চূড়ান্ত ফলাফলে শিক্ষক হিসাবে নির্বাচিত হয়। ফলে এখানেও অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে শিক্ষক নিয়োগের অনিয়ম বিষয়টি তদন্ত করার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

Related Articles

Back to top button