Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক-১

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৩০ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।এ সময় মো. রফিকুলইসলাম (৩৮) নামে একজনকে আটক করা হয়।

 

জানা যায়, আটককৃত রফিকুল ইসলাম জেলার দীঘিনালা উপজেলার বাঁচা মেরুং পশ্চিম পাড়া এলাকার মৃত ওমর আলীর
ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম ভূইয়ার নের্তৃত্বে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে আটককৃত রফিকুল ইসলামের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

 

গুইমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আরিফ আমিন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে
এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button