Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বিটিজেকেএস-এর উদ্যোগে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রির্পোর্টার ,খাগড়াছড়ি :
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস)-এর আয়োজনে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়িতে ফুটবল প্রেমীদের জন্য মাস জুড়ে শুরু হলো উত্তেজনার এক নতুন অধ্যায়।

 

১৭ জুন ২০২৫, মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রতিযোগিতা করবে ২২টি দল, অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ।

 

প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা টুর্নামেন্টের উদ্বোধন করেন ।স্থানীয় ফুটবল অনুরাগীদের উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে ঠাকুরছড়ার মাঠ।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খুমপৈ ক্লাব বনাম বেতছড়ি মারমা পাড়া একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে বেতছড়ি মারমা পাড়া একাদশ ১-৬ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় খুমপৈ একাদশকে। ম্যাচে বেতছড়ি দলের আক্রমণভাগ ছিল দুর্দান্ত ও গতিময়, যা দর্শকদের মুগ্ধ করে।

বিটিজেকেএস সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক রেভিলিয়াম রোয়াজা, বিটিজেকেএস ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক জ্যোতিষ বসু ত্রিপুরাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, বরং সমাজে যুবকদের মধ্যে সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। ত্রিপুরা যুব কল্যাণ সংসদের এই আয়োজন পার্বত্য এলাকার ক্রীড়া চর্চা ও সমাজ উন্নয়নের একটি অনন্য দৃষ্টান্ত।

 

খাগড়াছড়ির ঠাকুরছড়ার মাঠ যেন পরিণত হয়েছে ক্রীড়া উৎসবে। স্থানীয় দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাস প্রমাণ করে, এ অঞ্চলে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক।

 

এই আয়োজন পার্বত্য অঞ্চলে ক্রীড়া উন্নয়ন ও যুবসমাজকে গঠনমূলক পথে পরিচালনার এক বাস্তব উদাহরণ।

Related Articles

Back to top button