Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ভিডিপি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ভিডিপি দিবস। এ দিবসের প্রতিপাদ্যের বিষয় ছিল “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’।

 

৫ জানুয়ারি ২০২৫ ,রবিবার সকালে জেলা আনসার -ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট রাকিবুল হক চৌধুরী। পরে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে আবার কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

জানা যায়,এ দিবসটির উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে ৩০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি রক্তদান করেছেন।

 

এ সময় আনসার-ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট কমান্ড্যান্ট রাকিবুল হক চৌধুরী বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি।

 

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করতে খাগড়াছড়ির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহবান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সার্কেল এ্যাডজুট্যান্ট আবুল কাশেম,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন সহ আনসার -ভিডিপি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য যে, ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে।

Related Articles

Back to top button