খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য টিন বিতরণ ও চিকিংসা সেবা প্রদান
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গৃহনির্মাণ সামগ্রী হিসেবে উন্নতমানের ঢেউ টিন বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও সদর জোনের উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের জিরো মাইলস্থ আর্মি ক্যাম্পে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল।
বিতরণকালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত (জুয়েল) বলেন, খাগড়াছড়ি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। কিছুদিন আগে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেনসেনা বাহিনী,বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যেকোন দুর্যোগে আমরা সবসময় জনগনের পাশে আছি এবং থাকবো।
বিতরণকালে খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম,উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়কটাস্ক ফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরী,বিদ্যানন্দ ফাউন্ডেশনের মোবারক হোসেনসহ অন্যান্য সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মেডিকেল সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা সদরের বটতলী এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সদর জোনের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল রাকিব।
আয়োজকেরা জানান, বন্যা পরবর্তী বিভিন্ন রোগ প্রতিরোধসহ গাইনী, মেডিসিন ও অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এ উদ্যোগ নেয়া হয়েছে। দিনব্যাপী প্রায় ৩ শতাধিক উপকার ভোগীকে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।