Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে নৈরাজ্য,জাতিগত সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে নৈরাজ্য, জাতিগত সংঘাত,ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার(৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

এ সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, গণমাধ্যমকর্মী শাহরিয়ার ইউনুছ, শিক্ষাবিদ শালী তালুকদার, শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমানসহ বিভিন্ন পাহাড়ি-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিরা।

 

সভায় সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থান্বেষী মহল যেন অনাকাঙ্খিত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। পারস্পরিক বোঝাপড়ার মধ্যদিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দরা। সেইসাথে সাম্প্রতিক সহিংসতায় নির্বিচারে হত্যা,লুটপাট,ধর্মীয় উপসনালয়ে হামলা,ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, জাতিগত সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির নিশ্চিতের দাবি জানানো হয়।

Related Articles

Back to top button