খাগড়াছড়িতে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার নব নিয়োগপ্রাপ্ত ৩৩৬ জন প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখার আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখার সভাপতি মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অন্যানদের মধ্যে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নিলোৎপল খীসা,সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এডভোকেট আশুতোষ চাকমা,ক্যাজরী মারমা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন প্রমুখ সহ নব নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।