Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ নভেম্বর ২০২৪ , রবিবার সকালে খাগড়াছড়ি সদরস্থ পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) রুমানা আক্তার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নারীদের জরায়ু টিকা গ্রহণের প্রয়োজনীয়তা,বাল্যবিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি,শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি,তারা সবাই সঠিক ব্যবহার জানে না। কোনটা শেয়ার করা যাবে,কোনটা শেয়ার করা যাবেনা। কোনটা সঠিক কোনটা গুজব সেটা আগে জানতে হবে। তারপর সঠিক তথ্য গুলো শেয়ার করতে হবে। পজিটিভ দিক গুলো শেয়ার করতে হবে। সর্বোপরি গুজবে কান না দেয়ার জন্যও আহবান জানান।

 

অন্যান্যদের মধ্যে সদর উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, পেরা ছড়া ইউপি সদস্য রাঙ্গাবী চাকমা,পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন লাল চাকমা, পেরা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি (সাবেক) শ্যামল চাকমা ,অভিভাবকের পক্ষ থেকে সবিতা চাকমা ও কৃষ্ণ মোহন ত্রিপুরা বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button