Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জাবারাং এর উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে টিইবিটিইবিবিএ এবং Investing n rural people এর সহযোগিতায় প্রত্যন্ত এলাকায় বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে প্রত্যন্ত এলাকায় উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২মার্চ ২০২৫, শনিবার দিনব্যাপি খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কাপতলা পাড়ায় পরিবেশ সুরক্ষা ও পানি সরবরাহ বিষয়ক সচেতনতা মূলক উঠান বৈঠক ও সভায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

 

সুপেয় পানি আমাদের অধিকার এটা করুণা নয়। বিশুদ্ধ পানি নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। বিশ্ব পানি দিবসে এই প্রত্যন্ত এলাকা মানুষের কাপতলা পাড়া,ভাঙ্গামুড়া পাড়াসহ সুপেয় পানি ও এখানকার পানির তীব্র সংকট থেকে মুক্তি পেতে কাজ করে যেতে চাই।

 

জানা যায়,ডিসেম্বর মাসের শুরু থেকে জুন মাস পর্যন্ত প্রায় ৭ মাস ঝিরি-ছড়ার পানি শুকিয়ে গেলে ৬ টি গ্রামের ৭০০-৮০০ পরিবার পানির জন্য চরম সমস্যার সম্মুখীন হতে হয়। পানির সংকট চরম আকার ধারণ করার ফলে এলাকাবাসীরা প্রায় দেড় থেকে ২ ঘন্টা পায়ে হেঁটে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়।

 

এ সভায় এলাকাবাসীরা অতিদ্রুত সুপেয় পানি সহ ৬টি গ্রামের মানুষের পানি সংকট সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সরকারের কাছে জোর দাবি জানান।

 

এ সময় জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা,এলাকা কার্বারী-সহ জাবারাং কল্যাণ সমিতি’র অন্যান্য সদস্য ও পেরাছড়া ইউনিয়নের এনসিটিএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button